• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় তিন কৃষকের সাত গরু চুরি

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক রাতে তিন কৃষকের সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। ২১ সেপ্টেম্বর বুধবার দিবাগত গভীর রাতে পৌরসভার বরাটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের মো. জসীম উদ্দীন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যে বাদী বরাটিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে জসীম উদ্দীনের ২টি গরু, তার ছোট ভাই হারুনের ৩টি গরু, প্রতিবেশী মৃত ফজর আলীর ছেলে কুদ্দুসের ২টি গরু চুরি হয়ে যায়। চুরি হওয়া গরু গুলির আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গরুর মালিক জসিম উদ্দিন জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হওয়ার সময় গরু গুলো গোয়াল ঘরে দেখতে পান তিনি। এরপর বৃহস্পতিবার ভোর ৫টার সময় গোয়াল ঘরে গিয়ে দেখেন গোয়াল ঘরের তালা ভেঙে কে বা কারা গরু চুরি করে নিয়ে গেছে। এ সময় তার ছোট ভাই হারুন ও প্রতিবেশী কুদ্দুসও ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে তাদের গরু গুলো চুরি হয়েছে দেখতে পান। তিনি গরু গুলো উদ্ধারের জন্য আইনী সহযোগিতা কামনা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। চুরি হওয়া গরু গুলো উদ্ধারের পাশাপাশি চোরদের গ্রেফতারের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *